Header Ads Widget

Breaking News
Loading...

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফলাফল প্রকাশের তারিখ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা পর্ষদের:Board announce Important Message Regarding Result Release Date During Madhyamik Examination 2023

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফলাফল প্রকাশের তারিখ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা পর্ষদের:Board announce Important Message Regarding Result Release Date During Madhyamik Examination 2023 

Board announce Important Message Regarding Result Release Date During Madhyamik Examination 2023


আজ বৃহস্পতি বার  ২৩ শে ফেব্রুয়ারি রাজ্যে  হয়ে গেল মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা (Madhyamik Exam 2023)। পরীক্ষা চলবে পরের মাস অর্থাৎ মার্চ পর্যন্ত। তবে পরীক্ষা চলাকালীনই পরীক্ষার ফলাফল প্রকাশ এর সময় সম্পর্কে জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। (Madhyamik Result 2023 Update)



চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ৬৯৮৬২৮ জন। গতবার এই সংখ্যাটা ছিল ১০৯৮৭৭৫ জন। পরীক্ষার্থীদের সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। শুধুমাত্র রেজিস্টার্ড পরীক্ষার্থীদের মধ্যেই ২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসছে না এবার। এর কারণ হিসেবে করোনা পরিস্থিতিকেই দায়ী করা হচ্ছে। এছাড়া বয়স সংক্রান্ত নির্দেশিকার কারণেও এমনটা হতে পারে বলে অনেকে মনে করছেন।





মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ছাত্রছাত্রী ও অভিভাবকদের আশ্বস্ত করতে চাই যে,আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশে একটাই কথা, এটি জীবনের প্রথম বড় পরীক্ষা ঠিকই, কিন্তু একমাত্র বড় পরীক্ষা নয়। আরও পরীক্ষা দেওয়ার রয়েছে।”




মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, সেই বিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় জানান যে, ২০২৩ সালের আগামী মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2023)প্রকাশ করবে পর্ষদ ৷

এই ঘোষণার ফলে এক প্রকার পরীক্ষার আগেই ফলাফল এর সময় সম্পর্কে জেনে গেলেন মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ